• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে খাস জমির উপর নির্মিত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  


ইন্দুরকানীতে ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জমির উপর নির্মিত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে জেলা প্রশাসক। রোববার পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ও মোঃরিায়াজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার ইন্দুরকানী বাজারের পুরাতণ ফেরি ঘাট সংলগ্ন নির্মাণ হতে যাওয়া পত্তাশী ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসের পাশের ৪টি দোকান ঘর, একটি খাবার হোটেল ও একটি দ্বিতল আবাসিক ভবন ভেকুদিয়ে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে আঃ মোতালেব মাতুব্বরের একটি হোটেল, মজিবর কাজীর তেলের দোকান ও বাসা, ইলিয়াস কাজীর তেলের দোকান ও আবুল কালামের একটি দ্বিতল আবাসিক ভবন, একটি টলসেডসহ ৭টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারী মোতালেব মাতুব্বর ও আবুল কালাম কে নিজ নিজ স্থাপনা ৩দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) নোটিশ প্রদান করেন। 
ক্ষতিগ্রস্ত বাজারের মজিবর কাজী, ইলিয়াছ কাজীসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, আমরা সরকারের কাছ থেকে ৯৯ বছর চুক্তিতে খাস জমি লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। কিন্তু আমাদের নোটিশ না দিয়ে ও পুর্ণঃবাসন না কওে সবকিছু গুড়িয়ে দিয়েছে।এ ব্যাপাওে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, সরকারি স্থাপনা গুলো জনগণের উপকারের জন্যই নির্মাণ করা হয়ে থাকে। তাই জনগণের স্বার্থেই সরকারের খাস জমিতে নির্মিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।