• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে সাইকেলিং

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ মে ২০১৯  

ইন্দুরকানী  প্রতিনিধিঃ
“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে ন্দুরকানীতে শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে সাইকেলিংঅনুষ্ঠিতহয়েছে। 

বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় মাদক প্রতিরোধে এ সাইকেলিং অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগান লেখাটি-শার্ট ও ক্যাপ পরে সাইকেলিংয়ে অংশগ্রহনকরে।

সাইকেল র‌্যালিটি ইন্দুরকানী থানার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ শেষে থানার সামনে শেষ হয়। উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৭৫ জন শিক্ষার্থী এ সাইকেলিংয়ে অংশগ্রহন করেন। সাইকেলিংয়ের উদ্ভোধন করেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানারওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব।