• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষায় লাল নিশান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  


ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষা করতে বিভিন্ন স্থাপনা ও খালে দেয়া হয়েছে লাল নিশান সাটানো হয়েছে সাইনবোর্ড। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ উপজেলায় যোগদান করে জনস্বার্থে সরকারি জমি রক্ষা করতে তিনি এ প্রক্রিয়া শুরু করেছেন। এ উপজেলার ইন্দুরকানী-সেউতিবাড়িয়া খাল ও সড়কের পাশের্^র সরকারি জমি উদ্ধারের জন্য  জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইন্দুরকানী সরকারি কলেজের সামনে থেকে উপজেলা পরিষদের প্রবেশ মুখ পর্যন্ত  খাল ও সড়কের সীমানা নির্ধারণ করে লাল নিশান ও  সাইনবোর্ড টানানো হয়েছে। লাল নিশান টানানোয় খালের ও সড়কের পাশের্^র বিভিন্ন স্থাপনার মালিকদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। এর আগে একাধিকবার উপজেলা প্রশাসন সরকারি জমি উদ্ধারের জন্য উপজেলা পরিষদের রেজুলেশন করে চেষ্টা করলেও তা সফল হয়নি। ইন্দুরকানীতে সড়ক ও খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় সরকারি জমি রক্ষায় সরকারের পক্ষ থেকে লাল নিশান ও সাইনবোর্ড টানানোয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। 
পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, কতিপয় ব্যক্তি সেউতিবাড়ীয়া ও চাড়াখালী খালের ও সড়কের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। সরকারি জমি রক্ষায় প্রশাসনকে আমি সব ধরণের সহায়তা করব। 
 উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, এ উপজেলার সরকারি জমি রক্ষার জন্য প্রাথমিক ভাবে এলাকাবাসীকে সতর্ক করার জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে জমিতে লাল নিশান ও সাইনবোর্ড সাটানো হয়েছে। এরপরও তারা সরকারি জমি ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়া হবে।