• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঈদ পোশাকের মূল্য নিয়ন্ত্রণে থাকায় পছন্দের পোশাক কিনতে পেরে খুশী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মে ২০১৯  


নতুন পোশাকে নিজেকে সাজিয়ে নিতে শিশু,কিশোর, যুবকসহ সব বয়সের মানুষ ঈদের কেনা-কাটা করতে ব্যস্ত সময় পারকরছে পিরোজপুরের নেছারাবাদের (স্বরুপকাঠি) ঈদমূখী মানুষ। ক্রেয়তাদের নিয়ে দম ফেলার ফুসরৎ পাচ্ছেনা দোকানীরা। ঈদের ৭ দিন আগেই নেছারাবাদ (স্বরুপকাঠি)সহ পিরোজপুরের ৭ উপজেলা গুলোতে জমে উঠছে ঈদ বাজার। নারী-পুরুষ সব বয়সী মানুষগুলোর পদচারণায় মূখর হয়ে উঠছে ফুটপাত থেকে শুরু করে সকল বিপনী বিতানগুলো। ঈদ সামগ্রহী ক্রয়মুল্য সাভাবিক থাকায় প্রতিটি দোকানগুলোতে ক্রয়তাদের উপছেপড়া ভিড় চোখের পড়ার মত। সাধ ও সাদ্ধের মধ্যে পছন্দের পোশাকসহ ঈদসামগ্রহী কিনতে পেরে ঈদ আনন্দ ভালভাবে করতে পারবেন এমনটাই জানান, বিপণী বিতানগুলোতে আসা ক্রেতারা। তবে প্রচান্ড গরমে অতিষ্টি হয়ে পড়ছে দোকানীসহ ক্রেতারা। গত বছরের তুলনায় এ বছর ঈদ পোশাকের ক্রয়মূল্য অনেকটা নিয়ন্ত্রণে থাকায় পছন্দের পোশাক কিনতে পেরে খুশী সাধারণ মানুষ। মায়ের হাত ধরে কিনতে আসা ঈদ পোশাক পেয়ে হাস্যউজ্জ্বল শিশু। ব্যবসায়ীরা জানান, ঈদের আগের পরবর্তী দিনগুলোতে ক্রেতার ভিড় হবে, এখনো পরিবারের আয়ের প্রধানরা নাড়ীর টানে কিংবা অফিস থেকে ঈদের বন্ধ ছুটি না পাওয়ায় ফিরছে না বাড়ী। তাদের ধারণা ঈদের ২-৩ দিন আগে এ অঞ্চলে বেছা-কিনা জমে উঠে। বর্তমানের ক্রেতার ভীরে গত বছরের চেয়ে এ বছর ঈদ আনন্দোর সংখ্যা বেশী। আবার কোনও কোন ব্যবসায়ীরা বলছেন, আশা অনুরুপ বিক্রিয় না থাকায় হতাশ প্রকাশ করছেন তারা। অন্য দিকে দোকানী ও ক্রয়তাদের জন্য সন্ত্রাসী ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।