• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উপজেলা, ইউপি ও পৌরসভায় আ.লীগ প্রার্থীদের জয়জয়কার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সোমবার ভোট গ্রহণ হয়েছে। রাত ১০টা পর্যন্ত দুটি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ ও ৭টি ইউপির ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে দুই মেয়রসহ বেশিরভাগ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিন বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ভোট কেন্দ্র দখলের ঘটনায় বিজিবির গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মংকিচা চাকমা (৫০) ও অংচাইমং চাকমা (৪৫)। এছাড়া কয়েকটি স্থানে মারধরসহ কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থী ভোট বর্জন করেছেন। এদিন ৪৭টি জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও নির্বাচন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমোহন (ভোলা) : লালমোহন পৌরসভায় দ্বিতীয়বারের মতো নগর পিতার আসনে বসছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। তিনি পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর : নবীনগর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস ৬৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঈন উদ্দিন মাইনু পেয়েছেন ৪২২০ ভোট।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক শেরীন ৫৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ’লীগ প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুণ ৩৮৪৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম পেয়েছেন ৩২৭২ ভোট।

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল আবছার, সোনাইছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের এ্যানি মারমা ও ঘুমধুম ইউনিয়নে নৌকা প্রতীকের জাহাঙ্গীর আজিজ।

আটপাড়া (নেত্রকোনা) : আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের হাজী মো. খায়রুল ইসলাম ২৫২২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন ভুইয়া ১৪ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেরপুর : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম।