• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

এক ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

দক্ষিণ কোরিয়ান মিকোবায়োমেড কোম্পানির মেশিনের মাধ্যমে এক ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস ডিটেক্ট মেশিন রিসিভ ও ল্যাব উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোণা ভাইরাস চীনে মহামারি আকারে ধারণ করায় বাংলাদেশের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারের কঠোর নজরদারিতে আছে বিষয়টি। ফলে করোনা ভাইরাস যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মাত্র এক ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস, ডিএনএ, আরএনএসহ যেকোন ভাইরাস শনাক্তকরণে মিকোবায়োমেডের মেশিনটি কাজ করবে। যন্ত্রটি বাংলাদেশকে স্যাম্পল হিসেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দিয়েছে। মেশিনটির কার্যকারিতা দেখে, ভালো মনে হলে বেশি পরিমাণে আমদানি করার চিন্তা-ভাবনা করবে সরকার।

এর আগে দক্ষিণ কোরিয়ার মিকোবায়োমেড কোম্পানি ১০০ কিটসহ মেশিনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে। তখন উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ অন্যান্যরা।