• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনা: ২০ জনের সঙ্গে ভিডিও কলের সুযোগ ভাইবারে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে বসে প্রতিষ্ঠানের কাজ করছেন অনেকেই। কেউ আবার বাধ্যতামূলকভাবে ঘরে বা নির্দিষ্ট স্থানে কোয়ারেন্টাইনে রয়েছেন। বিষয়টি মাথায় রেখে একসঙ্গে সর্বোচ্চ ২০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে ভাইবার। 

এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। বর্তমানের মতোই বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণ বার্তা চলে যাবে। আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবে। নতুন এ সুবিধার পাশাপশি ২০০ মেগাবাইট পর্যন্ত ফাইল সরাসরি বিনিময় করা যাবে মেসেজিং অ্যাপটিতে। ফলে যেকোনো প্রতিষ্ঠান আরো বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতে পারবে। 

এ বিষয়ে ভাইবারের প্রধান পরিচালন কর্মকর্তা অফির ইয়াল জানান, ব্যবহারকারীদের নিরাপদ পরিবেশে তাদের প্রিয়জনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুযোগ দিতেই এ উদ্যোগ।