• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনার ভুয়া রিপোর্ট তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেফতার ১

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

করোনাভাইরাস শনাক্তের ভুয়া পরীক্ষা ও জাল রিপোর্ট তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনা থেকে মোর্শেদ আলম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৬ জুলাই) কুমিল্লার চান্দিনা বাজার এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোর্শেদ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-২'র কমান্ডিং অফিসার তালুকদার নাজমুস সাকিব জানান, মোর্শেদ আলম করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, ভুয়া রিপোর্ট তৈরি, সনদ দেয়ার নামে প্রতারণা করে আসছিলো। এই ভুয়া রিপোর্ট দেয়ার জন্য তিনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করতেন।

অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমান ভুয়া সনদ, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করেছে র‌্যাব।