• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কাউখালীতে সফল জয়িতা নারী হেপি বেগমকে সম্মাননা স্মারক প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন এবং জয়িতা নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ‘‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সমাজ সেবক আঃ লফিত খসরু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার কেউন্দিয়া গ্রামের হেপি বেগমকে সফল জয়িতা নারী সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব হাওলদার।

সফল নারী হেপি বেগম বলেন, আমি একজন গৃহিনী। আমি লেখাপড়া করতে পারি নাই। আমার বাবা আলী হোসেন একজন হতদরিদ্র দিনমজুরের ছেলে ইমাম হোসেনের সাথে বিবাহ দেন। বিবাহের পর আমার ঘরে কোলজুড়ে একটি ছেলে সন্তান এবং পরে একটা মেয়ে সন্তান জন্ম নেয়। অভাবের সংসারে অন্যের বাড়ীতে কাজ করে সন্তানদের পড়া-লেখা করাই। অনেক সময় সন্তানদের মুখে ভালো খাবার দিতে পারি নাই। অন্যের কাছ থেকে জামা কাপড় চেয়ে এনে সন্তানদের দিয়েছি। বাড়ীতে বিদ্যুৎ ছিল না। কুপির আলোয় সন্তানদুটি পড়ালেখা করছে। আমার প্রথম সন্তান মেহেদি হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ এবং দ্বিতীয় সন্তান ফাতেমা বরিশাল বি.এম কলেজে বোটানি বিষয়ে মাস্টার্স এ অধ্যয়ন রয়েছে।