• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ছাগল কিনতে ৮৭ কোটি ১৮ লাখ টাকা ঋণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯  


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংসদে জানিয়েছেন, প্রাণিসম্পদ অধিদফতরের অধীন বাস্তবায়নাধীন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ছাগল কিনতে এ পর্যন্ত ৮৭ কোটি ১৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার একাদশ সংসদের বৈঠকে হাজী মো. সেলিমের (ঢাকা-৭) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, ১৯৯৬-৯৭ হতে চলমান ২০১৮-১৯ অর্থ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৭০ জন সুফলভোগী ঋণ গ্রহীতার মাঝে এই ঋণ বিতরণ করা হয়।  আর এর বিপরীতে আদায়কৃত ঋণের অর্থের পরিমাণ ৬৬ কোটি ৩৭ লাখ টাকা।
৬৪ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত
মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩০)  লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মিঠা পানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। মিঠা পানির এ সমস্ত মাছকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।এরমধ্যে বাটা, সরপুটি, ভাঙ্গনা, কালিবাউশ, গনিয়া, মহাশোল, পাবদা, গুলশা, শিং মাগুর, ভেদা, গুজি, আইড়, চিতল, ফলি, কুচিয়া, ট্যাংরা ও গুতুম এর প্রজনন ও চাষ বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। তাছাড়া শাল-বাইম, বৈরালী ও গজার মাছের প্রজনন ও চাষ কৌশল উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা করা হচ্ছে। এসব গবেষণার উদ্দেশ্য হচ্ছে সকল দেশীয় প্রজাতির মাছ পুনরুদ্ধার করে খাবার টেবিলে ফিরিয়ে আনা।