• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টিউবওয়েল বসাতে গিয়ে হাজার হাজার সৈন্যের সমাধির সন্ধান!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

যুদ্ধের সাজে সজ্জিত হাজার হাজার সৈন্য। প্রস্তুত রয়েছে তাদের ঘোড়াগুলোও। এক নজরে দেখলে মনে হবে এই বুঝি যুদ্ধের দামামা বাজবে।  

এটি মূলত: চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধি। আর এই সমাধি ঘিরে রয়েছে প্রায় ৮ হাজার পোড়ামাটির তৈরি সৈন্য। বিভিন্ন শ্রেণী ও পদমর্যাদার এসব সৈন্য যুদ্ধের সাজে সজ্জিত। 

প্রায় ২ হাজার বছর আগে সৈন্যগুলোকে সম্রাটের সঙ্গে সমাধিস্ত করা হলেও রহস্যময় এই সেনাবাহিনী সম্পর্কে জানা যায় মাত্র কিছুদিন আগে। 

এটি চীনের মাউন্ট লিশান নামক শহরে অবস্থিত।  

যেভাবে জানা যায়:

১৯৭৪ সালে টিউবওয়েল বসাতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ভাঙা মস্তকের সন্ধান পান। পরে মাটি খুঁড়ে দেখা যায় কয়েক হাজার সৈন্য আর ঘোড়ায় সয়লাব মাটির নিচের বিশাল এলাকা।   
 
একই বছরে প্রত্নতত্ত্ব বিভাগ অনুসন্ধান ও খননকাজ শুরু করে। ১৯৭৯ সালে টেরাকোটা জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।