• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ত্রাণের দাবির নামে ফের ভাড়াটে লোক দিয়ে বিক্ষোভ করালো বিএনপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ মে ২০২০  

দিনাজপুরে ত্রাণ না পাওয়ার বিক্ষোভের নামে ভাড়াটে লোক দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এতে রাস্তার দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বোতলই নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে ভাড়াটে বিক্ষোভকারীরা।

সরেজমিনে তদন্ত করে জানা গেছে, ৫০০ টাকা করে দিয়ে উপজেলার পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়াইল গ্রাম থেকে লোক ভাড়া করে এনে বিক্ষোভ করানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া গোসাইপুরের হাবিবের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বিএনপির ওয়ার্ড সভাপতি তাকে ৫০০ টাকা দিয়ে বলেছে, কাল সকালে বিক্ষোভে যেতে হবে। বিক্ষোভ করলে আরও টাকা দেয়া হবে। এছাড়া শিবরামপুর, নয়নপুর থেকে বিক্ষোভে আগতরা একই কথা জানিয়েছেন। তবে কেউ নাম প্রকাশ করতে রাজি হয়নি।

এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফারুল আব্বাসী ঘটনাস্থলে গেলে কথিত বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিক্ষোভ করা গণতান্ত্রিক অধিকার। তাই আমরা এই বিক্ষোভের ডাক দিয়েছি। এতে টাকা লেনদেনের ঘটনা ঘটেনি।