• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রুনা লায়লা (২২) নামে এক নারীকে হত্যা দায়ে স্বামী মিকাইল শেখকে (৩০) যাবজ্জীবন কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

 বুধবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। মিকাইল শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সকালে মিকাইল শেখ স্ত্রী রুনা লায়লাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরে ময়নাতদন্ত রির্পোটে জানা যায়, রুনা লায়লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর রুনা লায়লার বাবা হায়াত আলী হাজরা বাদী হয়ে মিকাইল শেখকে প্রধান আসামি করে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য নাজিরপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে ২২ সেপ্টেম্বর থানায় মামলা রুজু হয়। নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান মামলাটি তদন্ত করে মিকাইল শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।