• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নেছারাবাদে ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া নির্বাহী ক্ষমতা বলে এক যৌথবাহিনীর টিম  নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে আজ বিকেলে অভিযান চালিয়ে নেছারাবাদের ইন্দেুর হাট বন্দরে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার  টাকা জরিমানা করেন। বিএসটিআই মানের পরীক্ষায় নিষিদ্ধ খাদ্য পণ্য নিয়ন্ত্রনের অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জরিমান করেন। এ সময় ৪ শত ৫৮ কেজি বিএসটিআই নিষিদ্ধ খাদ্য পণ্য লবন সহ আরও অন্যান্য নিষিদ্ধ খাদ্যদ্রব্য সন্ধ্যা নদীতে ধ্বংস করে দেন। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকার অধিক।

অভিযান চলাকালীন সময় যৌথ বাহিনীর প্রধান ম্যাজিস্ট্রেট শাহ্ শোয়াইব মিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও আইন প্রণয়নে পণ্য উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী, বা পাইকারী ও খুচরা বিক্রেতাদের ভেজাল পণ্য বিক্রয়ের বিরুদ্ধে আইন ও শাস্তিমূলক ব্যবস্থা সর্ম্পকে জ্ঞাতার্থ দেন এবং এ অপরাধ মুলক কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করেন।