• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পদ্মাপাড়ে সময় কাটালেন বঙ্গবন্ধুর জামাতা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

 

রাজশাহী মহানগরীর পদ্মার পাড়ে সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা অধ্যাপক শফিক আহম্মেদ সিদ্দিক।

শুক্রবার বিকালে তিনি নগরীর টি-বাঁধে গিয়ে পদ্মার সৌন্দর্য্য উপভোগ করেন।

উপস্থিত অন্যদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা দেন তিনি। এসময় তিনি সেখানে বিকাল পাঁচটা থেকে সোয়া ৬টা পর্যন্ত অবস্থান করেন।

অধ্যাপক শফিক আহম্মেদ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী।

তিনি পদ্মার পাড়ে গেলে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হকও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানার জন্য এমপি আয়েন উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেন নি। তবে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার জানান, অধ্যাপক শফিক আহম্মেদ সিদ্দিক রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে বক্তব্য দেবেন। তিনি সোমবার রাজশাহী ত্যাগ করবেন।