• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

 

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী বছর থেকে এ পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। সংসদে প্রশ্নটি উত্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ দিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

শিক্ষামন্ত্রী জানান, এরইমধ্যে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরের নভেম্বরে সমন্বিত পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে। সে অনুযায়ী আগামী বছর (২০২০) থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

এ দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফটের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। ওই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে যে অর্থ নেওয়া হয় তা মওকুফের কোনো পরিকল্পনা নেয়নি সরকার।

প্রসঙ্গত, বর্তমানে দেশের মেডিকেল কলেজগুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এ পদ্ধতিতে মূলত একই প্রশ্নপত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিগত কয়েক বছর ধরে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে সফল হয়নি। এমন অবস্থায় মন্ত্রীর ঘোষণায় আলোর মুখ দেখতে যাচ্ছে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি।