• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদযাপন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ জুন ২০১৯  


‘‘আসুন বায়ু দূষণ রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন পিরোজপুরের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি), পিরোজপুর এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে  আজ সকাল  সাড়ে ৯ টায় বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি হয়। র‌্যালিটি পিরোজপুরস্থ সার্কিট হাউস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।  জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক  নাহিদ ফারজানা সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর’র জেলা প্রশাসক  আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, সনাক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান,  টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ।