• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

“রক্তের গ্রুপ জানুন, স্বেচ্ছায় রক্ত দান করুন, জীবন বাঁচান” এই স্লোগানে পিরোজপুরে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার আয়োজনে ও পিরোজপুর ইয়ূথ সোসাইটির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহনে পুরাতন বাসস্ট্যান্ডে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নিণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিজের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যে দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।


এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান, কো-অর্ডিনেটর অনিক রহমান,কো-অর্ডিনেটর ফেরদৌস রহমান, কো-অর্ডিনেটর সোহেল সিকদার, কো-অর্ডিনেটর অমিত বিশ্বাস, কো-অর্ডিনেটরওয়ালীউর রহমান রাফি, কো-অর্ডিনেটর রেজওয়ান ইসলাম সাজন, কো-অর্ডিনেটর মোঃ আবীর হাসান, পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্য ঈদ-ই-মাহমুদ, শাদমান হোসেন।  এ ক্যাম্পেইনে পিরোজপুরের ছাত্রলীগের  প্রায় ২শতাধিক নেতাকর্মীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।


এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ সব সময়ই ভালো কাজের সাথে আছে। ভালো কাজ করার লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী পিরোজপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজ করে যাবে। যার ধারাবাহিকতাই আজ পিরোজপুরের ছাত্রলীগের নেতা-কর্মীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়া তিনি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সার্বিক সহযোগিতা করায় পিরোজপুর ইয়ূথ সোসাইটির নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান।