• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বরিশালের আমড়া

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

বরিশালের আমড়ার কথা কে না জানে ! স্বাদে, বর্ণে, গন্ধে, রূপে এবং পুষ্টিগুণে এ অঞ্চলের আমড়া একেবারে দেশ সেরা l বিশেষ করে সে আমড়া যদি হয় ঝালকাঠির তবে'তো কথাই নেই - পুরাই মজায় মজা l লবণ, মরিচ, কাসুন্দি মেখে আমড়া'তো সবাই খেয়েছেন ! আমড়ার আচার এবং আমড়া দিয়ে রান্না নানা পদও কিন্তু দারুণ মুখরোচক হয়।কি বিশ্বাস হয় না ! ঠিক আছে আমার সঙ্গে আগামী কয়েকটা দিন ট্রাই করেই দেখুন না কেমন লাগে আমড়ার এসব পদগুলো......

                            আমড়া - পিয়াজের ঝুরি আচার

 উপকরণঃ 

কুচি করা আমড়া- ১/২ কেজি, কুচি করা পিয়াজ- ২৫০ গ্রাম, পাঁচ ফোড়ন- ১.৫ চা চামচ, আস্ত শুকনো মরিচ- ১৫ টা, লবণ- স্বাদমতো, হলুদ- পরিমানমতো, সরিষার তেল-২ কাপ, চিলি ফ্লেক্স- ২ চা চামচ।

প্রণালীঃ

আমড়া কুচিয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১ ঘন্টা রেখে পানি চিপড়ে ফেলে দিন। ছড়ানো প্লেটে আলাদা ভাবে আমড়া কুচি ও পিয়াজ কুচি ২দিন রোদে শুকান। ১ কাপ সরিষার তেলে মৃদু আঁচে পাঁচ ফোড়ন ও শুকনো মরিচ দিন। নেড়ে পিয়াজ দিয়ে দিন। ঝুরি করা আমড়াগুলোও দিন। সামান্য হলুদ গুড়া, লবণ ও চিলি ফ্লেক্স দিন। ১০/১২ মিনিট পর বাকি তেল দিয়ে নেড়ে আরো ৫/৭ মিনিট রেখে নামিয়ে নিন। কাঁচের বৈয়ামে সংরক্ষণ করুন। মাঝে মাঝে রোদে দিন।