• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ার থাকছেন যারা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

 


পাকিস্তান সফরে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। সংক্ষিপ্ত এই ফরম্যাটের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের অন্যতম সম্মানিত সদস্য রঞ্জন মাদুগালে।

শ্রীলংকার সাবেক এই অধিনায়ক তার আম্পায়ারিং ক্যারিয়ারে ১০২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেফারির দায়িত্ব পালন করেছেন। ২৭ বছর আগে এই পাকিস্তানেই তার রেফারি হিসেবে অভিষেক হয়েছিলো। 

পাকিস্তানের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ৬০ বছর বয়সী মাদুগালে। এর আগে দেশটিতে ৫টি টেস্ট সিরিজের ১৫ ম্যাচে ও ২০টি ওয়ানডেতে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

সিরিজে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দুই পাকিস্তানী আম্পায়ার আহসান রাজা ও শোজাব রাজা। ম্যাচগুলোতে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন আহমেদ শাহাব। আর তারিজ রশিদ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। 

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে ম্যাচ তিনটি মাঠে গড়াবে। সিরিজ শেষে ২৮ জানুয়ারি দেশে ফেরার কথা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের।