• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

কৃষিই সমৃদ্ধি  আসুন  সম্পদ  ও ফসল রক্ষায় সম্মিলিত  ভাবে  ইঁদুর  দমন করি এই শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী  জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে  বুধবার সকালে  ভান্ডারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি শোভা যাত্রা বের হয়। পরে কৃষি অফিসের অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান। পরে শতাধিক কৃষাণ-কৃষাণীর অংশ গ্রহণে ইদুঁর নিধনের ওপর এক  কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বক্তব্য রাখেন ইঁদুর দ্রুত বংশবিস্তারকারী প্রাণী। কোন স্থানে এক জোড়া ইঁদুর থাকলেই এক বছরে ৩০০০টি বংশ ধরের সৃষ্টি করতে পারে। এজন্য ইঁদুর নিধন করা হলে প্রাকৃতিক ভারসাম্যের ক্ষতি হবে না। কিন্তু ইঁদুর নিধন না হলে ফসল ও সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে। বাংলাদেশে ইঁদুর নিধন অভিযান ১৯৮৩ সন থেকে পরিচালিত হচ্ছে। প্রতিটি অভিযানের কার্যক্রম বাস্তবায়ন বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন করা হয়ে থাকে এবং এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী অভিযানের কার্যক্রম কর্মসূচি প্রণয়ন করা হয়ে থাকে।
 ইঁদুর নিধন অভিযান পরিচালনার ফলে প্রতি বছর ইঁদুরের আক্রমণের হাত থেকে ফসল রক্ষার পরিমাণ বেড়েছে। ইঁদুর নিধন কার্যক্রমকে জোরদার করার ফলে ইঁদুরের আক্রমণের হাত থেকে ফসলের একটা বড় অংশ রক্ষা পাবে বলে আশা করা যায়।