• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ত্রাণের ঢেউটিন ও চাল উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

পিরোজপুর  প্রতিনিধিঃ 
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন থেকে সরকারি ঢেউটিন ও চাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের নারী ইউপি সদস্য (১,২,৩ নং ওয়ার্ড) লিপি বেগমের বাসা সংলগ্ন একটি অব্যবহৃত  ঘর থেকে তা উদ্ধার করা হয়। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার ইকড়ি বাজারে থাকা কুয়েত প্রবাসী ডালিম  হাওলাদারের  পরিত্যাক্ত দোকান ঘরে  অভিযান চালানো হয়। এ সময় ওই  দোকান  থেকে ১ বাল্ডিল ত্রানের ঢেউটিন ও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই   দোকান  সংলগ্ন  ফরহাদ ম্যানসনে ভাড়া থাকেন ওই  ইউনিয়নের নারী ইউপি সদস্য লিপি বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে জানান, টিন সরকারি, তবে ৬ টি পৃথক প্লাষ্টিকের বস্তায় রাখা ১শ৭৪ কেজি চাল সরকারি কিনা তা বোঝা যাচ্ছেনা। এসময় সময় নারী  ইউপি সদস্য লিপি বেগমকে বাসায় পাওয়া যায় নি। তার বাসা তালাবদ্ধ ছিলো। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য সম্প্রতি ইকড়িতে কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে জিআর এর চাল আত্মসাতের অভিযোগ ওঠে এবং এ ঘটনা তদন্তে শুক্রবার ইকড়িতে যান দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক হাফিজুর রহমান। দুদক সহ প্রশাসনের হাত থেকে রেহাই পেতে ওই চাল ও টিন সেখানে রাখা হতে পারে।