• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভোটার দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ 'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’- এই প্রতিপাদ্যে নিয়ে সোমবার সারাদেশে ন্যায়  ভান্ডারিয়ায় পালিত  হয়েছে  জাতীয় ভোটার দিবস। ভান্ডারিয়া উপজেলার  নির্বাচন  অফিস সকালে  জাতীয় ভোটার দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনার  মধ্যে দিয়ে  দিবসটি পালন করা হয়।  উপজেলা  নির্বান অফিসের সামন থেকে বর্নাঢ্য র‌্যালীবের হয়ে উপজেলার গুরুত্ব পুনঃ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় শেষ  হয়ে নির্বাচন অফিসের সামনে আলোচনা সভায় উপজেলা  নির্বাচন অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা প্রমুখ।
পরে নির্বাচন অফিসার মোঃ গোলাম মোস্তফাবেশ কিছু ভোটারের হাতে   নতুন ভোটার কাড  তুলে দেন। নির্বাচন অফিস সুত্রে  জানা গেছে,  প্রকাশিত খসড়া তালিকা অনুযাযী দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ভোটার ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। এছাড়া হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৩৫৩ জন।