• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণ, অবশেষে উচ্ছেদ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ করোনা আতঙ্কে দেশে যখন শুনশান নিরবতা সেই সুযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা বাজারে ভুমি দস্যু চাঁন মিয়া রাতের আধাঁরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
উপজেলার ২ নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের সত্তার মুন্সীর ছেলে চান মুন্সী নদমূলা বাজারের সরকারি খাস জমি দখল করে  রাতে দোকান ঘর নির্মাণ করছে। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে ভূমি দস্যু চান মুন্সী পালিয়ে যায়। এসময় অবৈধ কাঠের তৈরী কাঠোমো স্থাপনা উচ্ছেদ করেন  সরকারি সম্পত্তি রক্ষা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থেল গেলে চানমুন্সী পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় অবৈধ স্থাপনা ভেঙে  উচ্ছেদ  করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুর আলম জানান, করোনা আতঙ্কে সবাই  যখন ঘরে এই সুযোগে সরকারি জমি দখল করে ঘর তোলার চেষ্টা করে। দেশের এই সংকট মুহুর্তে এরা অমানুষের মত কাজ করেছে। এদের বিরুদ্ধে সহকারি কমিশনারকে মামলা করার নিদের্শ দেয়া হয়েছে।