• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  


‘‘সত্য- মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” এই  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলা  প্রশাসন  এবং তথ্য ওযোগাযোগ প্রযুক্তি অধিপ্তরের সহযোগিতায় পৌর শহরে  একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।  উপজেলা নির্বাহী অফিসারের মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  সহকারি কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান  আসমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ ওহাব  হাওলাদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের  সহকারী প্রোগ্রামার  প্রকৌশলী বিপ্লব চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, যুব মহিলালীগের সভাপতি আসমা সুলতানা জুথি প্রমুখ।  উপজলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম বলেন ২০০৮ সালের আগে ‘ডিজিটাল বাংলাদেশ ’ ধারণাটি সাথে বাংলাদেশের মানুষ পরিচিত ছিলন না। এ বিষয়টি মানুষ প্রথম জানতে পারে ২০০৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রাক্কালে যখন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিনবদলের সনদ রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষনা দেন।  এই রুপকল্পের মুল বিষয়ই ছিলো ডিজিটাল বাংলাদেশ । এর মুল লক্ষ্য তথ্য ও যোগাযোগ প্রযক্তির সর্বোচ্চ ব্যবহাররের মাধ্যমে ২০২১ সালের মধ্যে একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা  ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেরঘোষনা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রীশেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফসল।