• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ার বলেশ্বর নদে অভিযানে বাধাঁ জাল ও কারেন্ট জাল জব্দ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে অভিযান চালিয়ে ৫টি বাধাঁ জাল ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় বাধাঁ জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় গতকাল শনিবার বিকেলে বলেশ্বর নদে অভিযান চালিয়ে এ বাধাঁ ও কারেন্ট জাল আটক করা হয়। যার মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা।

মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, মঠবাড়িয়ার বলেশর নদের তুষখালী মোহনা হতে বড়মাছুয়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ৫টি বাধাঁ জাল ৬ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জাল ২০১নং জানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে  আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট রিপন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মৎস্য সম্প্রাসন কর্মকর্তা সরোয়ার্দী সবুজ ও ফিল্ড সহকারী মনিরুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জনান, ৩০ অক্টোবর পর্যন্ত চলমান এ অভিযান অব্যাহত থাকবে।