• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন ইউএনও

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আশ্রয়ণ -২ প্রকল্পের অধীন “যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে সেমি পাকা ঘর নির্মাণ” প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। আজ শনিবার দুপুরে তিনি উপজেলার ধানিসাফা ইউনিয়নের কয়েকটি গ্রামে বরাদ্দকৃত সেমি পাকা ঘরের নির্মাণ প্রকল্পের ৫০টি পরিবারের আধাপাকা ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন।

সারাদেশে সরকারি বরাদ্দকৃত আশ্রয়ণ -২ প্রকল্পের ২০১০-২০১৯ সালে মোট ২ লক্ষ ৯৮ হাজার ২শত ৪৯টি পরিবার পুনরবাসন করা হয়। তার মধ্যে আশ্রায়ন -২ প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ৯২ হাজার ৩শত ৩৬টি পরিবার পুনরবাসিত করা হয়েছে। বর্ণিত প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ২০১০-২০১৯ সংশোধিত মোয়াদে সারাদেশে ২.৫ লক্ষ ভ’মিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবার পুনরবাসনের লক্ষ্যে আশ্রায়ন -২ প্রকল্প গ্রহণ করা হয়েছে।  

এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা মিলন তালুকদার উপস্থিত ছিলেন।