• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় করোনাভাইরাসে দুস্থ্যদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান করোনা ভাইরাস সংকটে উপজেলার ১১ইউনিয়নে নিম্ন আয়ের প্রান্তিক মানুষের দূর্ভোগ লাঘবে সরকার খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস গতকাল রোববার দিনব্যপী দাউদখালী, মঠবাড়িয়া সদর ও টিকিকাটা ইউনিয়নে দুস্থ্যদের মাঝে দূরত্ব বজায় রেখে চাল ও নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, এবিএম ফারুক হাসান প্রমূখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, দাউদখালী ইউনিয়নে ১২০ জনকে চাউল ও ১৭ জনকে নগদ অর্থ, মঠবাড়িয়া সদর ইউনিয়নে ২৬ জনকে চাউল ও ১৮ জনকে নগদ অর্থ, টিকিকাটা ইউনিয়নে ১৪৬ জনকে চাউল ও ২১ জনকে নগদ অর্থ সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি-বাড়ি গিয়ে এ সহযোগিতা প্রদান করা হয়।

এর আগে গত শনিবার তুষখালী ইউনিয়নে ১০২ জনকে চাউল ও ১৫ জনকে নগদ অর্থ, ধানীসাফায় ১৬২ জনকে চাউল ও ২৩ জনকে নগদ অর্থ এবং মিরুখালী ইউনিয়নে ১৩৪ জনকে চাউল ও ১৯ জনকে নগদ অর্থ দেয়া হয়।