• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দুই শিক্ষার্থীর বাল্যবিয়ে পন্ড॥ উভয়ের পরিবারকে অর্থদন্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মে ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদের ছুটি ও লকডাউন এর সুযোগে অষ্টম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী ও ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করেছিলো দুই পরিবার। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড করে দেন। এসময় পৃথক দুইটি ভ্রাম্যমান আদালতে বর-কনে দুই পরিবারকে অর্থদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাখালী কাচিছিড়া গ্রামের সৌদি প্রবাসি মোস্তফা খলিফার মেয়ে স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীর সাথে পার্শ্ববর্তী পাথারঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের আফজাল খান এর ছেলে সাইফুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে।

অপর দিকে উপজেলার, ধানীসাফা গ্রামের স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে একই গ্রামের ফকর উদ্দিন বেপারীর ছেলে ইয়াসিন বেপারীর সাথে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করে দুই পরিবার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, চলমান লকডাউন ও ঈদের ছুটি সুযোগে বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছিল। চলতি মাসে মোট বেশ কয়েকটি বাল্যবিয়ে প্রশাসন বন্ধ করে দিয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।