• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রাণিসম্পদ দপ্তরের ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র চালু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতিতে জনসাধারণকে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র য়াজিত সোমবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে অফিস প্রাঙ্গনে এ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেণ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নুর আলম।

এসময় ভেটেরিনারী সার্জন ডাঃ শ্যামল চন্দ্র দাস,  প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম ইমরান, ডাঃ উম্মে খাদিজা মিতু, সাংবাদিক মিজানুর রহমান মিজুসহ ডেইরি এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও খামারী মালিক ও বিভিন্ন ক্রেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নুর আলম বলেন, সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকার খামারীদের নিকট থেকে ন্যায্য মূল্যে দুধ, ডিম ক্রয় করে স্বাস্থ্য বিধি মেনে পৌর শহরের বিভিন্ন এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোক্তাদের কাছে সুলভ মূল্যে বিক্রি করবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন- বাজার মূল্যের চেয়ে দাম কম হওয়ায় ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন ২হাজার ফার্মের ডিম ও ২শ’ লিটার দুধ বিক্রি করা সম্ভব হবে।