• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় মাস্ক ব্যাবহার না করায় ৮ জনকে অর্থদন্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় যুগপৎভাবে মোবাইল কোর্ট ও গণসচেতনতামুলক প্রচারণা অব্যাহত রয়েছে। আজ শনিবার মঠবাড়ীয়া পৌর এলাকা ও বড়মাছুয়া ইউনিয়নে এই কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক। সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সম্মানিত জনপ্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট্র আকাশ কুমার কুন্ডু এর ভ্রাম্যমাণ আদালতে পৃথকভাবে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জনকে মোট ১২৫০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রায় ২০ জন দুস্থ ও বয়োবৃদ্ধের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, এ করোনাকালীন সময় মানুষকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে।