• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে সেনাবাহিনীর টহল জোরদার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক ও স্বাস্থ্যগত দুরত্ব নিশ্চিতকরণের উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পৌরশহরসহ উপজেলার হাটবাজার গুলোতে টহল জোরদার করেছে। শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ও সেনাবাহিনীর টহল দল পৌর শহরসহ উপজেলার ধানীসাফা বাজারসহ বিভিন্ন ইউনিয়ন বাজারে সামাজিক ও স্বাস্থ্যগত দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম এবং বাজার মনিটরিং করেন।

বাজার মনিটরিং কালে মাইকে গণজমায়েত, চায়ের দোকানে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করে বাড়ি পাঠিয়ে দেন। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার নিদের্শনা দেন। এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে চলা ও করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হবে না বলে নিদের্শনা দেয়া হয়।