• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শিংগা গ্রামে রাবেয়া আক্তার নামের এক নারীকে হত্যার দায়ে মো. সাগর সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শিংগা গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের নাদের সরদারের ছেলে মো. সাগর সরদারের সাথে বিয়ে হয়। ২০১৬ সালে সাালের প্রথম দিকে রাবেয়া আক্তার সাগর সরদারকে তালাক দেন। তালাক দেওয়ার পরেও সাগর সরদার রাবেয়া আক্তারের বাড়িতে গিয়ে তাঁকে জোর করে নিয়ে যেতে চাইতেন। কিন্তু রাবেয়া আক্তার সাগরের সঙ্গে যেতে রাজি হননি। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রাবেয়া আক্তার ঘর থেকে বের হলে সাগর সরদার রাবেয়া আক্তারকে চুরিকাঘাত করেন। রাবেয়া আক্তারকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হালিম মৃধা বাদী হয়ে স্থানীয় থানায় সাগর সরদারকে আসামি করে হত্যা মামলা করেন।