• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার হলতা গুলিসাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা নতুন স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটি।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৯ সালে মে মাসে এ নতুন ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি ৪ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনটিতে রয়েছে ১২ টি কক্ষ, সুবিধা সম্পন্ন দু‘পাশে রয়েছে ওয়াশরুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ^াস বলেন, আধুনিক দৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকটের সমাধান হলো। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। করোনা পরিস্থিতির কারনে স্কুল বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে ক্লাশের কার্যক্রম চলছে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঞা বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে।