• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মানুষ যেন বলতে না পারে শেখ হাসিনার সহযোগিতা তার কাছে পৌঁছায় নাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  


                                                                                         
রমজান মাস এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে পিরোজপুর- ১ সংসদীয় আসনের ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি)। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী রেজাউল করিম। বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, একজন মানুষ ও যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌছায় নাই। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশিবার্দ। শেখ হাসিনা হচ্ছে বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছে সততার প্রতিক। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগীতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিড়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দিবেন। এর আগেও মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে প্রায় ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন।
সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে আশার আহবান জানান মন্ত্রী।