• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মুজিববর্ষে মঠবাড়িয়ায় ৪০ পরিবার মাথা গোজার ঠাই পাচ্ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ভ’মিহীন ও গৃহহীন নিয়ে সরজমিনে খাস জমি যাচাই-বাছাই তথা অবহিত করন সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ভূমি বরাদ্দ এবং গৃহ নির্মাণ করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকতা ঊর্মি ভৌমিক শনিবার ভুমিহীনদের নিয়ে ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন ও ১১ মং বড়মাছুয়া ইউনিয়নে খাস জমি পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজুল আলম ঝনো ও বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিলন তালুকদার, সার্ভেয়ার জনাব মোঃ আসাদুল্যাহ, ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকত প্রমূখ।

মুজিব বর্ষ উপলক্ষে  উপজেলার ১১টি ইউনিয়নে গৃহহীন ও ভ’মিহীনদের থাকার জন্য ৪০টি ঘর নির্মান করা হচ্ছে নির্মান কাজ শেষ হলেই তাদের মাঝে হস্তান্তর করা হবে।