• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শ্রদ্ধার জন্য প্রস্তুত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করতে প্রস্তুত পুরো দেশ। ধুয়ে মুছে শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধেরও। প্রতি বছরের মতো এবারও থাকছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা।

দীর্ঘ নয় মাসের রক্তগঙ্গা পেরিয়ে বাঙালি যখন কাঙ্ক্ষিত বিজয়ের প্রতীক্ষায়, ঠিক তখনই ইতিহাসের নৃশংসতম, নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ। বেছে বেছে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা লীলায় মাতে পাকবাহিনী ও তাদের এ দেশীয় দোসররা।

প্রতি বছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ধোয়া-মোছা আর পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে। জাতীর সূর্য সন্তানদের প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা জানানোর অপেক্ষায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার স্মৃতিসৌধও। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে থাকছে নানা আয়োজন।

রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের তত্ত্বাবধায়ক এমদাদুল হক বলেন, পরিস্কার পরিচ্ছন্নতায় আমরা শতভাগ সফল। আমরা আশাবাদী এবারও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার লোক আসবেন।

বুদ্ধিজীবীদের অসীম সাহস, বিচক্ষণতা, জ্ঞান আর প্রজ্ঞায় ভর করেই অর্জিত হয় বিজয়। কিন্তু স্বাধীন বাংলার বুকে লাল সবুজের পতাকা দেখতে দেয়া হয়নি তাদের।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক দর্শনার্থী বলেন, পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এই জাতীর অগ্রগতি থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে পুরো আয়োজন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।