• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ-পাকিস্তানের আলোচিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও সিরিজ বাঁচানো ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাঁচা মরার এ ম্যাচে বাংলাদেশের একাদশে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে সফরকারী বাংলাদেশ। জবাবে শোয়েব মালিকের অর্ধশতকে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল।

আজকের ম্যাচে পাকিস্তান জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে বাংলাদেশ জিতলে রোববারের তৃতীয় ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, ও মোহাম্মদ হাসনাইন।