• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করতে হবে: খাদ্যমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চিকিৎসকরা ভয়কে জয় করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করতে হবে।

রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের যদি ৬০ থেকে ৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মাস্ক ব্যবহার করেন তাহলে আমাদের করোনা শনাক্তের হার কমে যাবে। করোনা পরীক্ষা করতে গিয়ে মানুষ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ স্বাস্থ্য বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।