• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খেলো টাইগাররা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ। আগে ব্যাট করে টাইগার বোলারদের চাপ কাটিয়ে ৬ উইকেটে ১৬৪ রান তুলে নিয়েছে আফগানিস্তান। জিততে হলে আফগান জুজু কাটিয়ে বাংলাদেশকে সংগ্রহ করতে হবে ১৬৫ রান। 

কিন্তু সেই আবার শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। প্রথম দুই ওপেনার লিটন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ পর পর ২ ওভারেই তাদেরকে প্যাভিলিয়নে ফেরান আফগান বোলাররা। এই রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪ ওভারে ৩০ রান ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নামে সফরকারী আফগানিস্তান। শুরুতেই তাদের উপর চড়াও হয় টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচের প্রথম বলে আফগান ওপেনার রহমাতউল্লাহ গুরবাজকে বোল্ড করে তাক লাগিয়ে দেয় এই টাইগার বোলার। পরের ওভারেই বলে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও কম যান না। নিজের চতুর্থ বলে হযরতুল্লাহ জাজাইকে লিটন দাসের কাছে ক্যাচ বানিয়ে ঘরে ফেরান আফগানদের যখন দলীয় রান ১০।

ফের আফগান শিবিরে আঘাত হানেন সাইফউদ্দিন।  তার শেষ বলে ক্যাচ তুলে দেন নাজিব তারাকাই। ক্যাচটি লুফে নেন সাব্বির রহমান। দলীয় ১৯ রানে ৩ উইকেট হারান আফগানরা। ফের সাকিবের কাছেই ধরা দিলেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান। ব্যাক্তিগত ৫ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন এ ব্যাটসম্যান। তারপরই আসগর আফগান ও মোহাম্মদ নাবিতে পথ খুঁজতে থাকে আফগানিস্তান।

তাইজুল ইসলামের ১৪ তম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন আসগর আফগান। কিন্তু আজ ভাগ্য আসগরের পক্ষেই ছিল। তাইজুলের বল নো হওয়াতে আবার জীবন ফিরে পান আসগর। তবে সাইফউদ্দিনকে ফেরাতে পারেনি আসগর । সাব্বিরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আসগর। ফেরার আগে তুলে নেন ৪০ রান। এর পর আবারো সেই সাইফউদ্দিনে ধরা পড়ল আফগানরা।  একই ওভারে শূন্য রানে বোল্ড করলেন গুলবাদিন নাইবকে। যদিও শেষ বলে  করিম জানাত ক্যাচ তুলে ছিলেন কিন্তু মিস করেন মুস্তাফিজ।

এরপর আর কোন উইকেটের দেখা পায়নি টাইগার বোলাররা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬৪ রান। দলের হয়ে মোহাম্মদ নাবী ৮৪ ও আসগর আফগান ৩৯ রান সংগ্রহ করেন।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন একাই তুলে নিয়েছেন আফগানদের ৪ উইকেট। সাকিব নিয়েছেন ২ উইকেট।

প্রথম খেলায় জয় পাওয়ায় আফগানদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করে দুই দলই। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।