• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠাতে অনুমতি লাগবে না

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর সময় আরো বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এর আগে করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনুমতি ছাড়া খরচ পাঠানোর জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে আটকা পড়ায় অর্থ সংকটে রয়েছেন।