• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী প্লেনের যাত্রী আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

অবৈধভাবে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আরব আমিরাতের ৪২ হাজার দিরহামসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক প্লেনের যাত্রীকে আটক করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৪২ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের বাসিন্দা রাকিবুল ইসলাম নামের ওই যাত্রী চট্টগ্রাম থেকে দুবাই যাচ্ছিলেন। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুনাওয়ার মুরসালীন সংবাদমাধ্যমকে বলেন, ওই যাত্রী বিদেশি মুদ্রার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, ২৪ অক্টোবর ৪১ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রাসহ একই বিমানবন্দরে থেকে ২ যাত্রী আটক হয়। বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।