• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন হাফিজুর রহমান (৪২) ও মাহাবুবুর ইসলাম (২৬)। দুজনই বর্তমানে পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ জুলাই দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা (ফেরিঘাট) এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সাত লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক ফেরদৌস মিয়া বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক দেলোয়ার হোসেন ওই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার ৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বিক্রির জন্য ফেনসিডিল পরিবহনের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুই আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক।