• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরের ৩ টি আসনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনে সর্বমোট ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের পিরোজপুর-১ আসনে ১১ জন, পিরোজপুর-২ আসনে ০৬ জন এবং পিরোজপুর-৩ আসনে ১৩ মনোনয়ন জমা দিয়েছেন।  
আজ বুধবার মনোনয়ন জমা দানের শেষ দিনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শ.ম.রেজাউল করিম। অপরদিকে সতন্ত্র মনোনয় পত্র জমাদেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ কেএম এ আউয়াল, বিএনপির পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন, ঐক্যফ্রন্টের পক্ষে শামীম সাঈদী, ঐক্যফ্রন্টের পক্ষে সাবেক মন্ত্রী ও জাতীয়পার্টি (জাফর) এর মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয়পার্টি (এরশাদ) নজরুল ইসলাম, সিপিবির ডা. তপন বসু, সতন্ত্র মো. গোলাম হায়দার এবং বিএনএফ এর মনিমোহন বিশ্বাস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, এনপিপি এর মেহেদী হাসান গণি।
পিরোজপুর -২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টি (মঞ্জু) পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির পক্ষ থেকে আহম্মেদ সোহেল মঞ্জুর, ঐক্যফ্রন্টের পক্ষে লেবারপার্টির মো. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফ এর রেজাউল করিম গাজী।
পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টি (এরশাদ) বর্তমান সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী,  সতন্ত্র হিসেবে জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুর রহমান, সতন্ত্র  ডাঃ মোঃ আনোয়ার হোসেন, ডাঃ এম নজরুল ইসলাম, বিএনপির পক্ষে রুহুল আমীন দুলাল, বিএনপি পক্ষে কর্ণেল (অব:) শাহাজাহান মিলন, সিপিবি এর পক্ষে এ্যাড. দিলিপ কুমার পাইক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোঃ সগীর হোসেন, ওয়ার্কার্স পার্টির মোঃ ফিরোজ আলম, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল লতীফ সিরাজি, স্বতন্ত্র  মোঃ রিয়াজ উদ্দিন , স্বতন্ত্র মোঃ আবু তারেক ও স্বতন্ত্র  সুধির রঞ্জন বিশ্বাস।