• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সুস্থ ৯৬ শতাংশ ডেঙ্গু রোগী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ৯৮৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৭১৪ জন অর্থাৎ আক্রান্তদের ৯৬ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে সারাদেশে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৭৭২ জন।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এর মধ্যে ঢাকায় ২৯৪ জন ও ঢাকার বাহিরে ৪৫৯ জন। এ যাবৎ ডেঙ্গু রোগে ৬০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১, মিটফোর্ড হাসপাতালে ৪৭, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩১, বিএসএমএমইউতে ১১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, বিজিপি হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ১৭২ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।