• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ও তাদের পরিবারের জন্য অনুদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয়া রংপুরের ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড অফিসে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়। রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর উদ্যোগে জেলা সশস্ত্র বাহিনী এ আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সভাপতি ও রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ৮১ বছর আগে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সাবেক সৈনিকদের এখনো মনে রেখেছে ব্রিটিশ সরকার। এটা সৈনিকদের জীবনে অনেক বড় পাওয়া। সাহসী এসব যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারাটা গর্বের। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর মো. জাহাঙ্গীর নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এ সময় এসপি বিপ্লব বলেন, ভিনদেশি যোদ্ধাদের ব্রিটিশ সরকার যে সম্মান দিচ্ছে, তা অভাবনীয় ও প্রশংসনীয়। এটা আমাদের সৈনিকদের কর্মস্থলে দায়িত্ব পালনে আন্তরিক হতে শেখাবে।

অনুষ্ঠানে অতিথিরা দুইজন জীবিত সাবেক ব্রিটিশ সৈনিক ও ২৭ জন ব্রিটিশ সৈনিকের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিকট নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। ব্রিটিশ রাণীর তত্ত্বাবধানে সারাবিশ্বে সাবেক সৈনিকদের কল্যাণে কাজ করছে রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল)।