• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মুজিববর্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার নির্দেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রী সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন।

সভায় বদলি জনিত কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মো. আনিছুর রহমানের বিদায় ও নব নিযুক্ত সচিব মোঃ নূরুল ইসলামকে স্বাগত জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের নিকট পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। 
বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন আজ বহুমূখী কার্যক্রম পরিচালনা করছে। দ্বীনের প্রকৃত শিক্ষা প্রচারে এ প্রতিষ্ঠান মানুষের আস্থার স্থল হয়ে দাঁডিয়েছে। এ প্রতিষ্ঠানে লাখ লাখ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ নানাবিধ আর্থ- সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠানকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতি.দায়িত্ব) মু.আঃ হামিদ জমাদ্দার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নব নিযুক্ত সচিব মো. নূরুল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক ফারুক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক মাহবুব আলম, মু.মহিউদ্দিন মজুমদার (বাদল), শফিকুর রহমান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও আঃ হাই মোল্লা প্রমুখ সভায় বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুয়াজ্জেম হোসেন, এবিএম আমিন উল্লাহ নূরী, যুগ্ম সচিব মোঃ জহির আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।