• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-এডিবি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: অর্থমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের বিদায়ী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মনমোহন প্রকাশের বাবা ভারতীয় বিমানবাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাই এই পরিবারের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তিনি চার বছরের অসামান্য সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে আমাদের ঋণী করেছেন।

মন্ত্রী বলেন, এডিবির পক্ষ থেকে বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আসছেন এডিমন গিন্টিং। তিনি আমাদের দলের নতুন সদস্য। আমি তাকে নিশ্চিত করতে চাই, তিনি আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা পাবেন। আশা করছি, তিনিও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত করে আমাদের অকৃত্রিম বন্ধু হবেন।

তিনি বলেন, মনমোহন প্রকাশ দাফতরিক দায়িত্বের কারণে আমাদের কাছে বিদায় নিলেও তিনি সর্বদা আমাদের সঙ্গেই থাকবেন। কেননা তিনি তার কাজের মাধ্যমে আমাদের হৃদয় ও মনকে জয় করেছেন। সমকালীন বৈশ্বিক উন্নয়ন বিষয়গুলোয় মনমোহনের বুদ্ধিমত্তা এবং দূরদর্শী চিন্তাভাবনা সত্যিই বিস্ময়কর, যা অনস্বীকার্য।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।