• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তান বেতার জানিয়ে দেয়, অক্টোবরে ২৫ হাজার বাঙালি ফিরবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

১৯৭৩ সালের অক্টোবরেই পাকিস্তান থেকে ২৫ হাজার বাঙালির দেশে ফিরবে বলে জানানো হয়। পাকিস্তান বেতারের খবরে বলা হয়, ইসলামাবাদে পররাষ্ট্র দফতরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, উদ্বাস্তু সংক্রান্ত লেনদেন আরও দ্রুত করতে আরেকটি উড়োজাহাজ ভাড়া করা হচ্ছে। ঢাকা-লাহোরের মধ্যে এই বাড়তি বিমান চলাচল শুরু হবে। এদিন দুই দলে আরও ২৫৩ বাঙালি দেশে ফিরেছেন। একই উড়োজাহাজে ঢাকা থেকে ১৫৪ জন পাকিস্তানি নাগরিক স্বদেশে ফিরেছেন। খবরে বলা হয়, এ নিয়ে মোট পাঁচ হাজার ৪১৫ বাঙালি দেশে ফিরলেন। বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার পাকিস্তানি নাগরিক এ পর্যন্ত নিজ দেশে ফিরে গেছেন।

 

দেশে ফিরছিল যারা

দেশে ফিরে আসা বাঙালিদের মধ্যে ২ হাজার ৭১৪ জন ছিল সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার। এদের মধ্যে জেনারেল ওয়াসি উদ্দিনসহ মোট ৭২ জন কমিশনপ্রাপ্ত অফিসার ছিলেন। নয়াদিল্লির খবরে জানানো হয়, বাঙালি-পাকিস্তানি সামরিক লোক ও যুদ্ধবন্দিদের বিনিময়ের জন্য মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বিনিময় কাজ ত্বরান্বিত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেই বছর অক্টোবরে ভারত থেকে ১২ হাজারেরও বেশি যুদ্ধবন্দি অসামরিক ব্যক্তিকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।

দৈনিক বাংলা, ৬ অক্টোবর ১৯৭৩

দৈনিক বাংলা, ৬ অক্টোবর ১৯৭৩

নগদ অর্থ সাহায্যের আবেদন

বাংলাদেশ আন্তর্জাতিক রেডক্রস কমিটির তিন লক্ষ বাঙালি ও পাকিস্তানিদের স্বদেশ প্রেরণের কাজ সমাপ্ত করার জন্য নগদ ১৪ লক্ষ সুইস ফ্রাঙ্ক (৪ লক্ষ ৮০ হাজার ডলার) দান করার জন্য আবেদন জানায়। নয়াদিল্লি থেকে এক খবরে বলা হয়, ত্রিমুখী লোকদের জন্য মাসব্যাপী কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। প্রত্যাবর্তনের কাজ জোরদার করা হচ্ছে বলে সরকারি সূত্রে প্রকাশ করা হয়।

ভারত পাকিস্তানকে এই মর্মে অবহিত করে যে, পাকিস্তান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তন দ্রুততর হলে ভারত থেকে পাকিস্তানি যুদ্ধবন্দি ও বেসামরিক ব্যক্তিদের ফেরত পাঠানো হবে। অক্টোবরে ২৫ হাজার বাঙালি আসবে।

ডেইলি অবজারভার, ৬ অক্টোবর ১৯৭৩

ডেইলি অবজারভার, ৬ অক্টোবর ১৯৭৩

ঢাকায় চুক্তি স্বাক্ষর

কানাডা ও ঢাকার মধ্যে ২৫ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সরকারি তথ্যবিবরণীতে বলা হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব সায়েদুজ্জামান ও কানাডার ঢাকাস্থ হাইকমিশনার যার যার দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে কানাডা ১৯৭৩ সাল শেষ হওয়ার পূর্বে বাংলাদেশকে ১৭ হাজার টন গম সরবরাহ করবে বলে উল্লেখ করে।

এদিকে জাপান বাংলাদেশকে তিন কোটি ডলার ঋণ দিতে পারে বলে খবরে প্রকাশ হয়। তাতে বলা হয়, জাপান বাংলাদেশকে ইয়েনে ২ থেকে ৩ কোটি ডলার পরিমাণ ঋণদানের বিষয় বিবেচনা করছে বলে সরকারি সূত্রে বলা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফরের সময় বাংলাদেশকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব করা হবে বলে জানানো হয়।

দৈনিক ইত্তেফাক, ৬ অক্টোবর ১৯৭৩

দৈনিক ইত্তেফাক, ৬ অক্টোবর ১৯৭৩

দুর্বৃত্তদের সংক্ষিপ্ত আদালতে বিচারের দাবি ছাত্রলীগের

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদ বর্তমান সংকট পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার জন্য সরকারের নিকট কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করে। দেশের মেহনতি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দুষ্কৃতকারী এবং চোরাকারবারি, মজুতদার, মুনাফাখোর ও কালোবাজারিদের চিরতরে নির্মূলের জন্য এদের সংক্ষিপ্ত আদালতে বিচারের আইন পাস করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, সংগঠনের সভাপতি মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের এক সভায় এই দাবি করা হয়। উক্ত সভায় দেশের সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক আইনশৃঙ্খলা তথা সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত আলোচনা করা হয়।