• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

ভারত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। তিনি বলেছেন, এ দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে নিজ দপ্তরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন-২০২২ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. রাজীব রঞ্জন বলেন, ভারত-বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, খাবারসহ বিভিন্ন বিষয়ে মিল আছে। দুই দেশের মধ্যে কাঁটাতারের বর্ডার থাকলেও দুই দেশের মানুষের মধ্যে কোনো কাঁটাতার নেই। দুই দেশের মানুষে মানুষে যেই সম্পর্ক তা খুবই ভ্রাতৃত্বপূর্ণ ও মৈত্রীময়। তাই যারা বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে ভারতে গিয়েছেন তারা ভারত সম্পর্কে জেনেছেন, দেখেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের তরুণকে নতুন ভারত সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। যা ভারত বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা, সাংবাদিক বিপ্লব দে পার্থ, আইনজীবী রাজীব দাশ, অমিত সেন, আবৃত্তি শিল্পী পূর্ণা দাশ, তেজশ্রী চাকমা, উইগ্যজাই মারমা, চিং থোয়াই মারমা, নৃত্যশিল্পী মৈত্রী চক্রবর্তী, দিয়া দাশগুপ্ত, অরজিতা সেন চৌধুরী। পরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা ভারতীয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।